ePaper

কালভার্টের রড চুরি করার সময় চোর ও মালামাল আটক

হামিদুল্লাহ সরকার

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রামে রাস্তার একটি কালভার্ট এর রড চুরি করার সময় চোরাই কৃত রড ও চুরির সরঞ্জাম আটক। পরে চোর সুকৌশলে পালিয়ে যায়। জানা যায় নীলফামারী সদর উপজেলার গোরগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ধোবা ডাঙ্গার নেটির দোলা নামক স্থানে রাস্তার একটি কালভার্ট থেকে রাতে রড কেটে নিয়ে যাওয়ার সময় স্থানীয় আব্দুল মজিদ এসে তিনজন চোর ও রড এবং হাসকো ব্লেট হাতুড়ি সহ আটক করে। পরে তিনি ৩ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ তুষার রায় কে মোবাইল ফোনে ডাকলে চোর আব্দুল মজিদকে হত্যার হুমকি দিয়ে তাড়াহুড়ো করে পালিয়ে যায়। আব্দুল মজিদের কাছে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি জানান মতিন এর ছেলে, শৈলেনের ছেলে এবং অজ্ঞাতনামা ছেলেকে দেখতে পাই। এ বিষয়ে গ্রাম পুলিশ তুষার রায়ের কাছে জানতে চাইলে তিনি জানান আমি এসে দেখি চোর পালিয়ে গেছে। তবে জানতে পাই একজনের নাম রিপন পিতা মতিন ও অনন্যদের নাম জানতে পারি নাই। পরে রড ও রড কাটার সরঞ্জাম চৌরঙ্গী বাজারের নাজিমুদ্দিনের দোকানে রাখা হয়। রডের আনুমানিক ওজন সাড়ে ১৮ কেজি হবে বলে তারা জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় জানানো হয়নি বলে জানা গেছে। অত্র এলাকায় এমন ঘটনা ঘটায় কয়েক গ্রামের লোকজন খুব কষ্টে রাস্তার কালভার্ট টি পারাপার হচ্ছে। এমন জনভোগান্তি এর আগে ঘটেনি বলে জানিয়েছে এলাকাবাসী। তাই এলাকাবাসী চোরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *