মোঃ মনির হোসেন, কালকিনি, মাদারীপুর
বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে দরিদ্র অসহায় (নিবন্ধিত) ৬০ জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (৫ জানুয়ারী ২০২৬) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই বকনা বাছুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মৎস অধীদপ্তরাধীন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়ের লক্ষ্যে এ বকনা বাছুর বিতরণ করা হয়। কালকিনি সিনিয়র মৎস্য কর্মকর্তার (ভারপ্রাপ্ত) কার্যলয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রসান্ত কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার দাস সহো অন্যান্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
উপস্থিত বক্তারা বলেন দরিদ্র অসহায় জেলেদের মাঝে এ বকনা বছুর বিতরন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পে এবং দরিদ্র অসহায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে এ উদ্যোগ বিরাট ভুমিকা পালন করবে।
