কামারখালী বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে ২ জনকে কারাদণ্ড

মধুখালী প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে চাঁদাবাজির অভিযোগে ২ ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলার কামারখালী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ শাস্তি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান। অভিযুক্তরা হলেন, উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা মতিয়ার রহমার (৫৭) ও একই এলাকার বাসিন্দা রফিক বিশ্বাস (৬৫)। তারা দুজনেই ফরিদপুর মালিক সমিতিতে কর্মরত রয়েছেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে কামারখালী বাসস্ট্যান্ডে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা বাসের চালক ও যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠে। স্থানীয় জনগণের এমন অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী বাসস্ট্যান্ডটিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পর শুক্রবার এক যৌথ অভিযানে দুই জনকে আটক করা হয়। তাই সরকারী কাজে বাধা দিয়ে চাঁদা আদায় করায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় অপরাধ এর জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে ৭দিনের বিনাশ্রম কারাদন্ডে আসামীদের ফরিদপুর জেলে প্রেরন করা হয়েছে। মামলা নং ২১/২৫ তাং ০৯—০৫- ২০২৫ ইং। কর্মচারী আটকে বিষয়ে ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, কামারখালীতে আমাদের দুই কর্মচারিকে আটকের পর কারাদন্ড দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *