ePaper

কামারখালী বাজারে জলাবদ্ধতা-ভোগান্তি চরমে

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধি

সামান্য বৃষ্টিতেই সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী বাজার এলাকার বাসিন্দাদের। বৃষ্টি হলেই জলাবদ্ধতা, কাদামাটি আর পানিতে বছরের পর বছর চলাচল করছে স্থানীয়রা। গেল কয়েক বছরেও সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুদ্ধ এলাকাবাসী ও পথচারীরা। সরেজমিনে দেখা যায়, কামারখালী বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী নাইমুজ্জামান চৌধুরী হিরক এর বাড়ির সামনের ভাঙ্গাাচোরা রাস্তাটি বৃষ্টির পানিতে টইটম্বুর অবস্থা। এছাড়া আশপাশের এলাকায় যাতায়াত করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটির মধ্যে পানি ভরপুর একেবারে চলাচলের ও যাতায়াতের অযোগ্য হয়ে আছে। স্থানীয়রা জানান, এ রাস্তাটি দিয়ে প্রতিদিন কামারখালী বাজারের এবং বাসাবাড়ীর লোকজন যাতায়াত করে। কিন্তু সামান্য বৃষ্টি হলেই জমে থাকে পানি। যানবাহন চলাচলের অযোগ্য, কাদা মাটি ছড়িয়ে পড়ছে পুরো রাস্তায়। এছাড়াও ব্যাংক, মাদরাসা, স্কুল-কলেজ ও হাট বাজারে যেতেও দুর্ভোগে পড়ছেন এ পথে চলাচলকারীরা। স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তাাটির বিষয়ে চেয়ারম্যানকেও বলা হয়েছিল। তিনি মেম্বারের কথা বলছেন। তারপর আর উদ্যোগ নেয়নি। বছরের পর ধরে এভাবেই আছে। একজন ব্যবসায়ীর বাড়ির সামনে এমন রাস্তা জীবনে কোথাও দেখিনা। বাজার এলাকার বসতিরা বলেন, সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্কুলের শিক্ষার্থীরাও রাস্তাটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে। পানি নিষ্কাশনের ব্যবস্থার দাবি জানান তারা। নাম প্রকাশ না করার শর্তে এক ইজিবাইক চালক বলেন, একজন ব্যবসায়ীর বাড়ির সামনের রাস্তার অবস্থা যদি এমন হয়। তাহলে আমাদের দুর্ভোগ শেষ হবে কিভাবে? রাস্তার বিষয়ে প্রশ্ন করা হলে বাড়ীর মালিক নাইমুজ্জামান চৌধুরী হিরক বলেন, রাস্তাটির ব্যাপারে চেয়ারম্যানকে বলছি চেয়ারম্যান বলছে রাস্তা ঠিক করবে। এ ব্যাপারে কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান বলেন, সেখানে পানি জমে বিষয়টি শুনেছি তাছাড়া যেখান দিয়ে পানি বের হবে সেখানে কামার বসানো হয়েছে যার কারনে সমস্যা। তবে আমি দেখে ওদের বলে পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করে দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *