মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ৭৬ নং উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফলাফল প্রকাশ করা হয়। উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভাগীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক শারমীম আখতার নিজেই তার বিদ্যালয়ের সকল শ্রেনীর শিক্ষকদের নিয়ে শিক্ষার্থীদের বার্ষিক তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসমিন নাহার, ফরিদা বেগম, আলোমতি রায়, শামীমা খাতুন, তানিয়া খাতুন, রনজয় কুমার মিত্র, অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। বিদ্যালয় সূত্রে প্রধান শিক্ষক জানান তার বিদ্যালয়ে শিশু শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ৩৩০জন শিক্ষার্থী ছিল সকল শিক্ষার্থী সকল বিষয়ে মূল্যায়ন হয়েছে। তিনি আরও জানান পাশের হার শতভাগ।