ePaper

কামারখালীতে বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা পালন

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দেশের বিভিন্ন জায়গায় পালন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। শুক্রবার রথযাত্রা উৎসব উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা হয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলার  কামারখালী ইউনিয়নের কামারখালীতে। বিকালে কামারখালী  শ্রী শ্রী বাসন্তি দেবী বিগ্রহ মন্দির ও কামারখালী বাজার  সার্বজনীন  শ্রী শ্রী  রাধা গোবিন্দ্র নাট মন্দিরের রথ যাত্রার উদ্বোধন করেন কামারখালী বাজার মন্দিরের পূজা কমিটির কর্মকর্তা  বৃন্দ। জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব হয়েছে কামারখালীতে। বিকালে শ্রী,  শ্রী বাসন্তি দেবী বিগ্রহ মন্দির ও কামারখালী বাজার  সার্বজনীন  শ্রী শ্রী রাধা গোবিন্দ্র নাট মন্দিরের সামনে থেকে রথযাত্রাটি বের হয়। এতে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীদের শত শত নারী-পুরুষ। রথযাত্রা  পরিদর্শনে  ছিলেন মন্দির কমিটির সভাপতি  ও মধুখালী উপজেলা  নির্বাহী অফিসার  আবু রাসেল।  সঙ্গে ছিলেন  মধুখালী উপজেলা কমিশনার(ভূমি) এরফানুর রহমান ও মধুখালী  থানা অফিসার ইনচার্জ এস.এম. নুরুজ্জামান। আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন মধুখালী থানা এস.আই. তারিকুল ইসলাম তারেক, এস.আই আশরাফুল ইসলাম সহ পুলিশ ফোর্স । রথযাত্রায় পূজারী হিসেবে ছিলেন মোহন্ত নরোত্তম গোসাই সঙ্গে ছিলেন  সুভাষ কুমার দত্ত  ও  হৃদয় রুদ্র সহ আরো অনেকে।  সনাতনী রীতি অনুযায়ী, ৯ দিনব্যাপী এই রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে কামারখালীতে। শুক্রবার সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু করা হয় রথযাত্রার। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য উৎসব হয়েছে কামারখালীতে। বিকালে পূজা কমিটির সাধারন সম্পাদক দীপক কুমার সাহা, অশোক কুমার কর্মকার, সুনীল সাহা, অলোক রুদ্র,  নবকুমার দত্ত, পলাশ প্রতীম সাহা,  ভূবন দাস,  লিটন  সাহা, মিঠুন শিকদার, হৃদয় রুদ্র, রাজু রুদ্র, সেতু সাহা ও অসংখ্যাক ভক্ত বৃন্দ্রের  উদ্যোগে শ্রী, শ্রী বাসন্তি দেবী বিগ্রহ মন্দির ও কামারখালী বাজার  সার্বজনীন  শ্রী শ্রী রাধা গোবিন্দ্র নাট মন্দিরের সামনে রশি টেনে শুরু হয় রথযাত্রা।  এ ছাড়া রথযাত্রা উৎসব শুরু হয়েছে উপজেলার বিভিন্ন মন্দিরে ও রথ মেলাও শুরু হয়েছে অনেক জায়গায়। পরিশেষে জানা  যায় উল্টোরথ  পর্যন্ত  ৯দিন ব্যাপী  কীর্তন সহ পূজা অর্চনা চলবে এবং প্রতিদিন পূজা শেষে প্রসাদের ব্যবস্থা থাকবে এর পর  রথযাত্রা এ বছরের মত শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *