ePaper

কামারখালীতে আগুনে দোকান পুড়ে ছাই

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর কলেজপাড়া মোড়ে অগ্নিকাণ্ডে আলী শেখের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক লাখ ২৫ হাজার টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। শুক্রবার রাত প্রায় ১টা ৪৫ মিনিটের দিকে স্থানীয় মছলন্দপুর কলেজপাড়া মোড় শাহিন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে মার্কেটের মালিক শাহিন শেখ জানান, গভীর রাতে হঠাৎ করে আমার মার্কেটের আলী শেখের দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আলী শেখের সিংগারা, পুড়ি এবং পরাটার দোকান পুড়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে প্রায় ঘণ্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের মালামাল পুড়ে প্রায় নগদ তিনহাজার টাকা সহ প্রায় ১লাখ ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি রেজভী জামান ও হাশেম এর দোকানে পটেটো এবং কলা এবং টিনের বেড়ার ক্ষতি হয়েছে প্রায় ২ হাজার টাকার মালামাল। দোকানের ভাড়াটিয়া আলী শেখের কাছে আগুন লাগার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমার দোকান আগুন লেগে পুড়ে গেছে তবে কে বা কাহারা শত্রুতা বশত ঃ আগুন ধরিয়ে দেছে বলে তার দাবী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *