ePaper

কাভার্ড ভ্যানের চালকের আসনের নিচে ছিল আগ্নেয়াস্ত্র

যশোর প্রতিনিধি

কাভার্ড ভ্যানের চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ। সোমবার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ফরহাদ হোসেন (৩২) এবং একই গ্রামের আফজাল হোসেন বিশ্বাসের ছেলে সাকিব হোসেন (১৯)। ফরহাদ হোসেন কাভার্ড ভ্যানের চালক এবং সাবিক তার সহকারী। ডিবি যশোরের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভুঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একটি কাভার্ড ভ্যানে বেনাপোল থেকে অস্ত্র আসছে। সে অনুযায়ী তারা যশোর শহরতলীর চাঁচড়া-পালবাড়ি সড়কে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান দাঁড় করান। পরে ভ্যানে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। অস্ত্রগুলো কালো ও হলুদ স্কচটেপে মোড়ানো ছিল। পরে ভ্যানটির চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়। ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকা থেকে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন তারা। এ ঘটনায় ডিবির এসআই (নিরস্ত্র) শেখ আবু হাসান কোতোয়ালি থানায় মামলা করেছেন। গতকাল মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *