মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের চরাঞ্চলের মানুষের মুখে হাসি ফুটেছে কাচা রাস্তা মেরামত করা দেখে। সংবাদ শুনে সরেজমিনে গয়েশপুর গ্রামে গিয়ে দেখা যায় কাচা রাস্তার কাজ শুরু হয়েছে। এ প্রসেঙ্গে চরাঞ্চলের ৩নং ওয়ার্ডের ইউ, পি, সদস্য ছরোয়ার ফকির বলেন এই চরাঞ্চলের মানুষের বর্তমান কাচা ও পাকা এবং ইটের রাস্তার অনেক অভাব তাই বর্তমান আমাদের কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান মানুষের প্রধান সমস্যার কথা চিন্তা করে আঃ জলিল বিশ্বাসের বাড়ী থেকে গোরস্থান পর্যন্ত কাচা রাস্তার কাজ শুরু করেছেন। রাস্তার কাজ চলার সময় গ্রামের মুসল্লিদের সাথে সাক্ষাৎ করলে তারা বলেন আমাদের গ্রামে এই কাচা রাস্তার হওয়াতে আমরা তবে আমাদের গ্রামে পাকা রাস্তা হলে আমাদের গ্রামটি ধন্য হতো। রাস্তার কাজ সম্মন্ধে গয়েশপুর গ্রামের তৈয়ব শেখ এর নিকট জিজ্ঞাসা করলে তিনি বলেন রাস্তার কাজ বরাবরই ভালো হচ্ছে এবং আমরা চরাঞ্চলের মানুষ প্রথমত কাচা রাস্তা পেয়ে খুশি এবং গ্রামে আশেপাশে, মাঠে, হাটে বাজারে চলাচল এবং গোরস্থানে আমাদের গ্রামের লাশ নিয়ে আশা যাওয়া করা বিপদ কিছুটা লাঘব হবে। এ বিষয়ে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান বলেন চরাঞ্চলের মানুষের জন্য আপাতত গয়েশপুর গ্রামের আঃ জলিল বিশ্বাসের বাড়ী থেকে গোরস্থান পর্যন্ত কাচা রাস্তার কাজ শুরু করা হয়েছে পর্যায়ক্রমে জনগনের সমস্যার কথা চিন্তা রাস্তার সকল সমস্যা সমাধান করা হবে।