নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি গত মঙ্গলবার সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আলী আকবরী এলাকার নাহার ফিলিং স্টেশনের সামনে ঘটে।
নিহতরা ও আহতরা
দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের জুতা ব্যবসায়ী হেলাল ভূঁইয়া (৫০) এবং অপরজন অটোরিকশাচালক। আহত তিন যাত্রীকে দ্রুত উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ ও পুলিশ তদন্ত
পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরবমুখী একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। ঘটনাস্থলে দুইজন নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং মাইক্রোবাসটি জব্দ করেছে। এ ঘটনায় নিহতদের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের সাহায্য ও পরবর্তী পদক্ষেপ
স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর পুলিশের তৎপরতায় সুষ্ঠু তদন্ত চলছে এবং নিহতদের পরিবারের সদস্যদের আইনি সহযোগিতা দেওয়া হবে।
Read our ePaper : https://epaper.dailynabochatona.com/