সৌমিত্র সুমন (পটুয়াখালী) কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেছে বিএনপি। কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী সাইফুল ইসলাম মিথুন। খাবার বিতরণে অংশ নেয় উপজেলা মহিলা দল ও শ্রমিক দল। উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি, মরিয়ম আক্তার, মনি বেগম ও শ্রমিক নেতা সোয়েবুর রহমান। সালমা আক্তার লিলি বলেন, অসহায় রোগীদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলবে।