সৌমিত্র সুমন (পটুয়াখালী) কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়ায় পৌর শহরের লাগোয়া টিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তরিকুল ইসলাম সুনানের বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষক সুনান জানান, ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের সকল সদস্যকে একটি কক্ষে নিয়ে হাত-পা, চোখ ও মুখ বেঁধে জিম্মি করে রাখে। পরে তারা আলমারি ও সুকেস ভেঙে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তিনি আরও জানান, ডাকাতির সময় তার আমেরিকা প্রবাসী স্ত্রী নিশাত তাবাসসুমসহ তাকেও মারধর ও লাঞ্ছিত করে ডাকাতরা। পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম ও পটুয়াখালী ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন ওসি জুয়েল ইসলাম।