ePaper

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

সৌমিত্র সুমন, (পটুয়াখালী) কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের প্যাদার হাট সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে চালক জাহাঙ্গীর হাওলাদার নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টায় দিকে প্যাদার হাট বাজার এলাকা থেকে লোন্দা গ্রামের বাসায় ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, বুধবার সকালে জাহাঙ্গীর নিজের অটোরিকশা চালিয়ে প্যাদার হাট বাজার থেকে ফেয়ারপ্রাইচের চাউল কিনে নিজ বাসায় ফিরছিলেন। এসময় হঠাৎ অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে তার মাথায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেললে এলাকার লোকজন তাকে উদ্ধার করে। তাৎক্ষণিক কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাহাঙ্গীর হাওলাদার কলাপাড়ার লোন্দা গ্রামের খালেক হাওলাদারের ছেলে। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় রোগীর স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *