সৌমিত্র সুমন, (পটুয়াখালী)কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়ায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার এনসান মৃধা ওরফে গেদুর (৬৫) মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা সড়কে দুই শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা হারুন মাতুব্বর, স্থানীয় বাসিন্দা কবির মোল্লা, শাহীন মোল্লা, সালেহা বেগম, সেলিনা বেগমসহ অনেকে। বক্তারা বলেন, গ্রেপ্তার হওয়া বৃদ্ধ এনসান মৃধাকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে। তারা অভিযোগ করেন, তিনি শারীরিকভাবে চলাফেরা করতে অক্ষম, তাই তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ ভিত্তিহীন। মামলার বাদীরা নিজেদের অপকর্ম ঢাকতেই তাকে ফাঁসানোর চেষ্টা করছেন বলে বক্তারা দাবি করেন। এ সময় এনসান মৃধার দুই কন্যার কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। বক্তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানান। গত শনিবার সকালে ধানখালীর পশ্চিম লোন্দা গ্রাম থেকে এনসান মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।