সৌমিত্র সুমন, (পটুয়াখালী) কলাপাড়া
“আমাদের নদ-নদী গুলো আমাদের ভবিষ্যৎ” Ñ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় পৌর শহরের আন্ধারমানিক নদীর সংলগ্ন হেলিপ্যাড মাঠে এই মানববন্ধনের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), আমরা কলাপাড়াবাসী এবং পরিবেশ বাঁচাও আন্দোলন। মানববন্ধনে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু। বক্তব্য দেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাংবাদিক সাইদুর রহমান সাইদ, সৈয়দ রাসেল, রাসেল মোল্লা, আলফাবেট স্কুলের ডাইরেক্টর মোস্তফা জামান সুজন, আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব। বক্তারা আন্ধারমানিক নদীসহ সকল নদ-নদীর সীমানা নির্ধারণ, দখল ও দূষণ বন্ধের দাবি জানান। একই সঙ্গে গ্রামাঞ্চলের অস্তিত্ব সংকটে পড়া খালগুলো রক্ষা ও পুনঃখননের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যসহ স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।