ePaper

কমেছে সবজির দাম জনজীবনে ফিরেছে স্বস্তি

মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল

সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় সরাইলপ শীতকালীন সবজির দাম আরও কমেছে। সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। ফলে অল্প টাকায় ব্যাগ ভরে সবজি কিনতে দেখা গেছে উপজেলা বাসীকে। গতকাল বৃহস্পতিবার সরাইল বাজার কালি কচ্ছ  ও অরুয়াইল বাজারঘুরে দেখা গেছে এমন চিত্র। ক্রেতা- বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পর্যাপ্ত সরবরাহ থাকায় গত সপ্তাহের তুলনায় শীতকালীন সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। এসব বাজারে শিমের কেজি ২০ থেকে ৪০ টাকা, বড় আকারের ফুলকপি ১৫ থেকে ২০ টাকা পিস, বাঁধাকপি বড় সাইজের ৩০ টাকা পিস, প্রতিটি লাউ ৩০ থেকে ৪০ টাকা, পাকা টমেটোর কেজি ৩০ থেকে ৪০ টাকা, গাজর ৫০ থেকে ৬০ টাকা, মুলা ২০ টাকা, খিরা ৩০ টাকা এবং শসার কেজি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে গ্রীষ্মকালীন সবজি বেগুন ৪০ থেকে ৫০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, কচুর লতি ৫০ থেকে ৬০ টাকা, ঝিঙ্গা এবং কাঁচামরিচ ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা, ধনে পাতা ১০০ টাকা কেজি, কাঁচা কলা হালি ৫০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা পিস, মিষ্টি কুমড়া ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে লাল শাক ১০ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, মুলা শাক ১০ টাকা, পালং শাক ১০ টাকা, কলমি শাক তিন আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাঁটা শাক ২০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় গত সপ্তাহের তুলনায় সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। আগের সপ্তাহেও তার আগের সপ্তাহের তুলনায় সবজির দাম কমেছিল। সরাইল বাজারের সবজি বিক্রেতা মো. রাকিব জানান, বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় গত সপ্তাহের তুলনায় সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। সরবরাহ এমন থাকলে আগামী সপ্তাহে দাম আরও কমবে। অল্প টাকায় ব্যাগ ভরে বাজার করে স্বস্তির কথা প্রকাশ করলেন উচালিয়া পাড়া ক্ষুদ্র ব্যবসায়ী ইসমাইল হোসেন। তিনি বলেন, মাসখানেক আগেও শিম কিনেছি ১১০ টাকায়, সেটা আজ ৩০ টাকা কেজিতে কিনলাম এবং একটি বড় ফুলকপি ২০ টাকায় কিনলাম। এত বড় ফুলকপি মাসখানেক ৭০-৯০ টাকায় কেনা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *