ePaper

কবিতা লিখন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, কৃতিছাত্রী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠি

আরিফুর রহমান মাদারীপুর

প্রফেসর নুরজাহান বেগম ফাউন্ডেশনের কার্যক্রমের অংশ হিসেবে নরেন বিশ্বাস স্মৃতিস্মারক কবিতা অনুশীলন স্কুলের আয়োজনে কবিতা আবৃত্তি ও কবিতা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, কৃতিছাত্রী সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির অস্থায়ী কার্যালয়ে (সমন্বিত সরকারি অফিস ভবন, মাদারীপুর, নিচতলা) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর নুরজাহান বেগম। এরপর শুরু হয় সাংস্কৃতিক  অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম পর্বে কবিতা আবৃত্তি করেন মাত্রার প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাত হোসেন লিটন, আঞ্জুমান আরা জুলিয়া এবং কুমার লাভলু। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে বিয়াম ল্যাবরেটরী স্কুলের খুদে শিক্ষার্থীরা। কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাঝে মাঝে সমবেত কন্ঠে এবং একক সংগীত পরিবেশন করেন রনি হোসেন, কাজী মাহাবুব, দোলা চক্রবর্তী, নম্রতা বাড়ৈ। সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানে তালযন্ত্রে অংশগ্রহণ করেন সুকৃতি।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রথমেই কৃতি ছাত্রী মাইমুনা তাবাসসুম অর্পা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করায় তাকে ফুলের তোড়া, ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়। এরপরে কবিতা আবৃত্তি ও কবিতা লিখন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের বিজয়ী  শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সনদপত্র প্রদান করা হয়।প্রফেসর নুরজাহান বেগম ফাউন্ডেশন এর দপ্তর সম্পাদক মাসুদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মুন্সী, সহ-সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা, কোষাধ্যক্ষ কানিজ ফাতেমা মুক্তি, সাংগঠনিক সম্পাদক সুবল বিশ্বাস, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, মাদারীপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, অ্যাডভোকেট সিরাজুল হক, ফাউন্ডেশনের সদস্য আজমল হুদা, সদস্য শুক্তি আহমেদ, মাইমুনা তাবাসসুম অর্পার পিতা মোকলেসুর রহমান, অমিত হাসান, রায়হানসহ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলি এবং শিক্ষার্থীদের  অভিভাবক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *