নুরুল আলম সকিদার, কক্সবাজার
বাংলাদশেরে গণতান্ত্রকি ইতহিাসে এক গুরুত্বর্পূণ অধ্যায় জুলাই গণঅভ্যুত্থান। সইে আন্দোলনরে শহীদদরে স্মৃতকিে চরিস্মরণীয় করে রাখতে সোমবার কক্সবাজারে ‘জুলাই স্মৃতস্তিম্ভ’ নর্মিাণকাজ আনুষ্ঠানকিভাবে শুরু হয়ছে।ে নর্মিাণকাজ পরর্দিশনে আসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়রে মাননীয় উপদষ্টো লফেটন্যোন্ট জনোরলে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এসময় আরও উপস্থতি ছলিনে, ফারুক ই আজম, বীর প্রতীক, মাননীয় উপদষ্টো, র্দুযােগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তযিুদ্ধ বষিয়ক মন্ত্রণালয় লফেটন্যোন্ট জনোরলে (অব.) আব্দুল হাফজি, এনডসি,ি পএিসস,ি প্রধান উপদষ্টোর বশিষে সহকারী বাহারুল আলম, ইন্সপক্টের জনোরলে অব পুলশি (ওএচ) ড. মো. জয়িাউদ্দীন, কমশিনার, চট্টগ্রাম বভিাগ মো. আহসান হাবীব পলাশ বপিএিম-সবো, ডআিইজ,ি চট্টগ্রাম রঞ্জে মোহাম্মদ সালাহ্উদ্দনি, জলো প্রশাসক, কক্সবাজার মো. সাইফউদ্দীন শাহীন, পুলশি সুপার, কক্সবাজার পরর্দিশন শষেে অতথিবিৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদরে স্মরণে মোনাজাতে অংশগ্রহণ করনে। তাদরে সাথে উপস্থতি ছলিনে সইে অভ্যুত্থানে শহীদ পরবিাররে স্বজন, আহত যোদ্ধা ও তৎকালীন সময়রে ছাত্রবৃন্দ। জুলাই গণঅভ্যুত্থান দশেরে স্বাধকিার, গণতন্ত্র এবং সামাজকি ন্যায়রে জন্য জনগণরে লড়াইয়রে প্রতীক। সইে বীরদরে সম্মানে নর্মিতি স্মৃতস্তিম্ভটি আগামী প্রজন্মকে মুক্তযিুদ্ধ ও গণতান্ত্রকি সংগ্রামরে ইতহিাস জানাতে সহায়ক হবে বলে মন্তব্য করনে উপস্থতি নতেৃবৃন্দ।