ePaper

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত গ্রেপ্তার

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী

আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনকে (৫৮) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদের মাধ্য শাহাতাদও রয়েছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ওবায়দুল কাদেরের ভাই গ্রেপ্তারের বিষয়টি একটি মাধ্যমে শুনেছি।  তবে কবে কোথায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে এখনো পরিস্কার নয়। উল্ল্যেখ, নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তাকে মাথার চুল কেটে মারধরে করে ব্যাপক সমালোচিত হন শাহাদাত। এরপর গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে বড় ভাই কাদের মির্জার সাথে দ্বন্দ্বে জড়িয়ে তিনি আলোচনায় আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *