ePaper

ঐশ্বরিয়ার সঙ্গে তুমুল ঘনিষ্ঠ হয়েও সিনেমা জমাতে পারেননি সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক

বলিউডে চার দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন অভিনেতা সঞ্জয় দত্ত। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিলেও ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে কাজ করে তেমন সাফল্য পাননি তিনি। বরং তাদের একসঙ্গে করা ছবির মধ্যে একটি বক্স অফিসে একেবারেই মুখ থুবড়ে পড়ে।ঐশ্বরিয়া সঞ্জয়ের থেকে বয়সে ১৪ বছরের ছোট। ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘শব্দ’ ছবিতে এই জুটি প্রথমবার বড় পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে ধরা দেন। লীনা যাদব পরিচালিত এই সিনেমায় বড় তারকাদের উপস্থিতি থাকলেও দর্শক গল্পটিকে একেবারেই গ্রহণ করেনি। ১০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি অর্ধেক খরচও তুলতে পারেনি।এর আগে ২০০২ সালে সঞ্জয়-ঐশ্বরিয়া অভিনয় করেছিলেন ‘হাম কিসি সে কাম নেহি’ সিনেমায়। সেখানে তাদের সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন ও অজয় দেবগন। যদিও এ ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করে, তবে ঐশ্বরিয়ার সঙ্গে সঞ্জয়ের জুটির বিশেষ প্রভাব দেখা যায়নি। কিন্তু অসংখ্য হিট সিনেমা সঞ্জয় দত্ত উপহার দিলেও ঐশ্বরিয়ার সঙ্গে করা ছবিগুলো রয়েছে ব্যর্থতার তালিকাতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *