ePaper

ঐশ্বরিয়ার পর এবার আদালতের দ্বারস্থ অভিষেক

বিনোদন ডেস্ক

গত মঙ্গলবার দিল্লি হাইকোর্টে ব্যক্তিগত তথ্য ও প্রচারের অধিকার রক্ষার অনুরোধ জানিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তারপরের দিনই একই দাবিতে আদালতে হাজির হলেন অভিষেক বচ্চন।বিচারপতি এদিন জানান, আদালত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। আদালতে অভিষেকের পক্ষে দুই আইনজীবী যুক্তি দেন। তারা জানিয়েছেন, বিভিন্ন সংস্থা অভিষেকের নাম, কণ্ঠস্বর এবং ভিডিও বেআইনি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করে অভিনেতার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ও বিভ্রান্তিকর ছবি-ভিডিও বানানো হচ্ছে। আইনজীবীরা আরও জানান, ‘আমরা বিষয়টি দেখব, এ নিয়ে একটি আদেশ দেওয়া হলে গুগল এসব ইউআরএল সরিয়ে নেবে।’জানা গেছে, বিষয়টির পরবর্তী শুনানি আগামী ১৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *