ePaper

ঐতিহ্যকে মেলে ধরতে বাগেরহাটে পিঠা উৎসব

বাগেরহাট প্রতিনিধি

বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে মেলে ধরে রাখতে বাগেরহাটে ২দিন ব্যাপি পিঠা উৎসবের আয়োজন করেছে পর্যাটন ফোরামের। বাঙালি সংস্কৃতিতে শীত ঋতু বিশেষ ভূমিকা জুড়ে আছে। পৌষ ও মাঘ এই দুই মাসে তৈরি হয় নানান জাতের পিঠা। এই পিঠাই আমাদের চিরায়ত সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। গ্রামবাংলার মানুষের ঐতিহ্য আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা রকম পিঠা। যান্ত্রিক জীবনে নতুন প্রজন্ম জানে না অনেক পিঠার নাম। গ্রাম-বাংলার বিলুপ্তপ্রায় লোকজ খাবার ধরে রাখা ও নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এমন উৎসবের আয়োজন। গতকাল শনিবার বিকালে সুন্দরবন ট্যুরিস্ট ক্লাব ও পথিক ট্রাবেলস এর সহযোগীতায় বাগেরহাট অশ্বিকা চরন (এ.সি) লাহা টাউন হল প্রাঙ্গরে শুরু হয়েছে ২দিন ব্যাপী শ্রক্র ও শনিবার পিঠা উৎসব-১৪৩১ (৫-৬পৌষ)। গ্রামীণ এই ঐতিহ্যকে আরও সুন্দর করে তুলতে আয়োজনের সঙ্গে ছিল হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গ্রাম্য লোকগীতি গানের অনুষ্ঠান। দর্শনার্থীদের গানের তালে তালে নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতেছিল। পিঠা নিয়ে স্টল বসেছিল ১০টি। বিভিন্ন স্টলে যেসব পিঠা পাওয়া যাচ্ছে এরমধ্যে উল্লেখযোগ্য ভাপা পিঠা, পুলি পিঠা, তারা পিঠা, পাটিসাপটা পিঠা, লবঙ্গ পিঠা, কলা পিঠা, মালপোয়া, দুধ চিতই পিঠা, পুলি পিঠা (ভাপা) সহ আরও হরেক রকমের পিঠা। ২ দিনব্যাপী (শুক্র ও শনিবার) পিঠা উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *