নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আলোচনা সভা ও শ্রমিক মিছিল বের করে। মিছিলটি সকাল ১০টা থেকে দুপুর ০১টা ৩০ মি: কমলাপুর- মতিঝিল-দৈনিক বাংলা হয়ে শেষ হয়। গঠন প্রক্রিয়ার আহ্বায়ক হেলাল উদ্দিনের সভাপতিত্বে কমরেড আলী শাহ্ নেওয়াজ টিটো বক্তব্যে দাবি করেন; শ্রমিকদের সর্বোচ্চ বেতন ও সর্ব নিম্ন মজুরি সর্বস্তরে ৩:১ করতে হবে। কমরেড টিটো আরো বলেন, ইতিহাসে মে দিবস ঘটেছিল শুধু শ্রম ঘণ্টা কমানোর জন্য নয় বরং তাকে প্রসারিত করে মজুরি দাসত্বের অবসানের দিকে নিয়ে যাওয়া লক্ষে! আজকের শ্রমিকজন বেশিরভাগই ইনফরমাল, নিয়মিত মজুরিও তাঁরা পান না! তাছাড়া ইতোমধ্যে এআই (অও) এর প্রভাবে আগামীতে শ্রমিকেরা অসহায় হয়ে পড়বে! পৃথিবী হবে স্বল্প সংখ্যক মালিকের! তাই এই মালিকানা বদলের লড়াই হবে শ্রমিক শ্রেণির মূল কাজ। সব মালিক শ্রেণীর বিপরীতে শক্তিশালী শ্রমিক সংগঠন গড়ে তোলাই আশু লক্ষ্য হবে শ্রমিক শ্রেণীর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট অনামিকা, শিক্ষক নান্নী, শ্রমিক শহিদুল, কমরেড অনিক, সাইমুম প্রমুখ।