রামগঞ্জ প্রতিনিধি
চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এস এস সি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় দেশের সেরা স্হান অর্জন করেছেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌরসভার আঙ্গার পাড়া গ্রামের কর্মকার বাড়ির বাসিন্দা জীবন কর্মকারের কৃতি সন্তান নিবিড় কর্মকার। জানাগেছে, নিবিড় কর্মকার এবার চট্টগ্রাম বোর্ডের অধিনে চট্টগ্রাম নাসিরাবাদ উচ্চ বিদ্যালয থেকে এসএসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ১হাজার ৩০০ নম্বরের মধ্যে সে ১হাজার ২৮৫ নাম্বার পেয়ে সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ হয়ে মেধা তালিকা প্রথম হয়ে সুনাম অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তাঁর এ সফলতায় লক্ষ্মীপুর জেলাবাসি গর্বিত ও আনন্দিত।