ePaper

এশিয়া কাপ-এবার শ্রীলঙ্কার টিকে থাকা নির্ভর করছে বাংলাদেশের ওপর

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপের সুপার ফোরে উঠতে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হয়েছিল শ্রীলঙ্কার দিকে। আফগানিস্তানের বিপক্ষে তাদের জয়ই নেট রানরেটে পিছিয়ে থাকা লিটন দাসদের কঠিন অঙ্ক মিলিয়ে দেয়। যা নিয়ে কম হাস্যরস হয়নি সামাজিক মাধ্যমে। এবার পাশার দান উল্টে গেছে। এশিয়া কাপে টিকে থাকতে হলে বাংলাদেশের জয় খুব করে প্রয়োজন লঙ্কানদের।তিন ম্যাচের সবকটিতে জিতে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠেছিল চারিথ আসালাঙ্কার লঙ্কাবাহিনী। সেই দলটাই কি না এখন সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায়। যে বাংলাদেশ গ্রুপপর্ব পেরোতে লঙ্কানদের ওপর নির্ভর করেছিল, তারাই সুপার ফোরে প্রথম দেখায় আসালাঙ্কাদের হারিয়ে দেয়। এরপর গতকাল (মঙ্গলবার) পাকিস্তানের কাছেও শ্রীলঙ্কা ৫ উইকেটে হেরেছে।লঙ্কানদের টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে আজ (বুধবার) জিততেই হবে বাংলাদেশকে। আর লিটনরা হারলেই বাদ শ্রীলঙ্কা, এখন পর্যন্ত দুই ম্যাচ হেরে টেবিলের তলানিতে থাকা দলটির নেট রানরেট -০.৫৯০। ফলে তাদের সামনে সমীকরণটা হচ্ছে– ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় এবং নিজেদের শেষ ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারানো। আগামী শুক্রবার ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। যেখানে তাদের জয়ের কোনো বিকল্প নেই। কিন্তু বাংলাদেশ আজ হেরে গেলে লঙ্কানদের জন্য পরের ম্যাচে হার-জিতের কোনো মূল্য থাকবে না।এদিকে, কেবল বাংলাদেশ-ভারত ম্যাচই নয়, শ্রীলঙ্কার ফাইনালে ওঠার সমীকরণে আছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও। ওই ম্যাচেও টাইগারদের জয় চাইবে লঙ্কানরা। বাংলাদেশ নিজেদের দুটি ম্যাচ এবং শ্রীলঙ্কা তাদের অবশিষ্ট ম্যাচ জিতলে, ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার জয় হবে একটি করে। ওই সময় তিন দলের পয়েন্ট সমান ২ হওয়ায় হিসাব করা হবে নেট রানরেট। পাকিস্তানকে হারিয়ে সুপার ফোর পর্ব শুরু করা ভারত এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। সূর্যকুমার যাদবদের নেট রানরেট +০.৬৮৯। দুই ম্যাচে প্রথম জয়ে সমান ২ পয়েন্ট পেলেও পয়েন্ট টেবিলে বাংলাদেশকে টপকে গেছে পাকিস্তান। তাদের নেট রানরেট +০.২২৬। তিনে নেমে যাওয়া বাংলাদেশের নেট রানরেট +০.১২১। যদিও বাংলাদেশের সামনে এখনও দুটি ম্যাচ বাকি।বাংলাদেশ আজ ভারত এবং আগামীকাল পাকিস্তানের বিপক্ষে লড়বে। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে অন্তত একটিতে জিততে হবে লিটন-মুস্তাফিজদের। দুটি জিতলে তাদের আর সমীকরণের হিসাব মেলানোর প্রয়োজন হবে না। সুপার ফোরের শেষ ম্যাচে ভারত-শ্রীলঙ্কা লড়বে শুক্রবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *