ePaper

এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়, হতাশার দিন লিভারপুলের

স্পোর্টস ডেস্ক

নতুন মৌসুমের শুরু থেকেই দারুণ ফর্মে আছেন কিলিয়ান এমবাপে। তার হ্যাটট্রিকেই এবার চ্যাম্পিয়ন্স লিগে দুর্বল প্রতিপক্ষ কাইরাত আলমাতিকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। একইদিনে হারের হতাশা দেখেছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। ভিক্টর ওসিমেনের একমাত্র গোলে তুরস্কের ক্লাব গালাতাসারে তাদের হারিয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচ ডে শুরু হয়েছে গতকাল (মঙ্গলবার)। জাবি আলোনসোর দল রিয়ালকে এই ম্যাচটি খেলতে পাড়ি দিতে হয়েছে সাড়ে ছয় হাজার কিলোমিটার। শক্তি-সামর্থ্যসহ সবদিক থেকেই কাইরাত আলমাতির সঙ্গে তাদের লড়াইটা ছিল চরম অসম। ফলে তাদের মধ্যে অনেকটা একপেশে ম্যাচই হয়েছে। এমবাপের হ্যাটট্রিক ছাড়াও লস ব্লাঙ্কোসদের পক্ষে একটি করে গোল করেন এদুয়োর্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজ।

লম্বা পথ ভ্রমণ করে আসা রিয়ালকে অবশ্য ম্যাচের শুরুতে কিছুটা নড়বড়ে দেখা যায়। শুরুতেই গোল পাওয়ার দ্বারপ্রান্তে ছিল স্বাগতিক আলমাতি। কিন্তু তাদের ফরোয়ার্ড দাস্তান সাতপায়েভ হেড দিয়েছেন গোলরক্ষক থিবো কোর্তোয়ার হাতে। এরপর অবশ্য রিয়ালের আক্রমণের ধার বাড়ে। মিনিট তিনেক পর ভিনিসিয়ুস লক্ষ্যভ্রষ্ট শট নেন এবং ২০ মিনিটের পর এমবাপের কোনাকুনি শট আলমাতি গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকান। ২৫ মিনিটে প্রথম গোলও আসে ফরাসি তারকার পা থেকে। ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে ফাউল করায় রিয়াল পেনাল্টি পায়, সফল স্পটকিকে স্কোরশিটে নাম তোলেন এমবাপে। রিয়ালের বাকি চার গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। এবারও শুরুটা করলেন এমবাপে, ৫২ মিনিটে কোর্তোয়ার উঁচু করে বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে তিনি গোলটি করেন। ৭৩ মিনিটে হ্যাটট্রিকও পূর্ণ করেন ফরাসি অধিনায়ক। রদ্রিগো এবং আর্দা গুলার হয়ে তিনি বল পান। এরপর বক্সের বাইরে থেকে জোরালো শটে চলতি মৌসুমে সবমিলিয়ে ১৩ এবং চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চম গোল করলেন এমবাপে। ৮৩ মিনিটে হেডে কামাভিঙ্গা এবং যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্রাহিম দিয়াজ আলমাতির জালে চূড়ান্ত পেরেক ঠোকেন।

লিভারপুল ০ : ১ গালাতাসারে

গত শনিবার প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হারের ধাক্কা সামলে না উঠতেই এবার চ্যাম্পিয়ন্স লিগেও তুর্কি ক্লাবের কাছে হারল লিভারপুল। প্রতিপক্ষ গালাতাসারের মাঠ রামস পার্কে কেবল হারই দেখেনি, দুটি ইনজুরির হতাশা নিয়েও মাঠ ছাড়তে হয়েছে আর্নে স্লটের দলকে। ১৬ মিনিটেই পেনাল্টিতে স্বাগতিকদের এগিয়ে দেন ভিক্টর ওসিমেন। এরপর সেই গোল আর শোধ করতে পারেনি লিভারপুল। গালাতাসারেও আর ব্যবধান বাড়াতে পারেনি।

গোলের প্রথম সুযোগ যদিও লিভারপুলই পেয়েছিল, তবে ১৪ মিনিটে কোডি গাকপোর শট প্রতিহত হয় গোললাইনে। মিনিট দুয়েক বাদেই তুর্কি ফরোয়ার্ড বারিশ আলপের ইলমাজ ফাউলের শিকার হন। স্পটকিকে ওসিমেন এগিয়ে দেন গালাতাসারেকে। এরপর উভয়পক্ষই আক্রমণ-পাল্টা আক্রমণ চালাতে থাকে। ওসিমেনের আরেকটা চেষ্টা প্রতিহত করার পরমুহূর্তেই চোট পান লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। ফলে তাকে মাঠ ছাড়তে হয়। এ ছাড়া তরুণ ফরোয়ার্ড হুগো একিতিকেও ইনজুরিতে পড়েছেন।

৬০ মিনিটের পর কনর ব্রাডলি, মোহামেদ সালাহ ও আলেক্সান্ডার ইসাককে নামান লিভারপুল কোচ। তবে শেষ পর্যন্ত তারা ম্যাচের বদলাতে পারেননি। ফলে ১-০ ব্যবধানে হারের হতাশাই অলরেডদের সঙ্গী হয়। আসরে প্রথম জয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে উঠেছে গালাতাসারে। সমান পয়েন্ট নিয়ে লিভারপুল ১৬ নম্বরে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *