ePaper

এবার সালমান ঘনিষ্ঠ এলভিস যাদবের বাড়িতে গুলিবর্ষণ

বিনোদন ডেস্ক

ভারতের জনপ্রিয় ইউটিউবার ও ‘বিগ বস টু’-এর বিজেতা এলভিস যাদবের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে তার হরিয়ানার গুরগাঁও শহরের বাসায় এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মোটরবাইকে আসা তিনজন অন্তত ১২ রাউন্ড গুলি ছোড়ে; তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।ভারতীয় গণমাধ্যমের খবর, ওই সময় বাড়িতে উপস্থিত ছিলেন এলভিসের গৃহসহায়ক ও কেয়ারটেকার। কিন্তু তারা অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পান। হামলার সময় বাসায় ছিলেন না এলভিস যাদব।এর আগে প্রায় একইভাবে কৌতুকশিল্পী কপিল শর্মার কানাডার ক্যাফেতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনার পুনরাবৃত্তি হলো এবার এলভিসের বাড়িতে। তাই বলিউড মহলে শঙ্কা, সালমান খানের ঘনিষ্ঠদের টার্গেট করেই হামলা চালানো হচ্ছে।এদিকে হিন্দি বিনোদন জগতের বিভিন্ন সেলিব্রিটিদের ওপর অতীতে যেসব হামলা হয়েছে, তার দায় স্বীকার করেছে কুখ্যাত ডন লরেন্স বিষ্ণোই চক্র। এবারও গুঞ্জন উঠেছে, সালমান-ঘনিষ্ঠ এলভিসকে নিশানা করতেই এ গুলিবর্ষণ হতে পারে তাদের। পুলিশ জানিয়েছে, তাদের খুঁজে বের করতে চিরুনি অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *