ePaper

এনসিএল দিয়ে ক্রিকেটে ফিরলেন তামিম, আউট ১৩ রানে

ক্রীড়া প্রতিবেদক
অনেকদিন পর মাঠে ফিরলেন তামিম ইকবাল। জাতীয় লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্টে রংপুর বিভাগের বিপক্ষে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলতে নেমে ১৩ রানে আউট হয়েছেন তামিম। তিনি মাঠে নামার আগে শেরে বাংলা ও সিলেট স্টেডিয়ামে প্রায় এক সপ্তাহ অনুশীলন করেছিলেন, তবে মাঠে এসে খুব একটা ভালো করতে পারেননি।

বুধবার (১১ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তামিম মাত্র ১০ বল খেলে ১৩ রানে আউট হন। তার সঙ্গে ওপেন করতে থাকা মাহমুদুল হাসান জয়ও ১২ বলে ১৪ রান করেন। তামিমের পর অন্য ব্যাটাররাও খুব বেশি রান করতে পারেননি, যেমন অধিনায়ক ইয়াসির আলী (১৮ বলে ১৯), মুমিনুল হক (২১ বলে ২৭), এবং ইরফান শুক্কুর (১৯ বলে ২০)।

রংপুরের দুই পেসার, মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দীন বাবু, চট্টগ্রামের ব্যাটারদের জন্য বিপদে পরিণত হন। মুগ্ধ ১৭ রানে ৩ উইকেট নেন, আর আলাউদ্দীন বাবু ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট দখল করেন। চট্টগ্রাম বিভাগের ইনিংস মাত্র ১৩২ রানে থেমে যায়, এবং তারা ৯ উইকেট হারিয়ে পুঁচকে স্কোরে আটকে পড়ে।

এভাবে তামিমের দীর্ঘ অনুপস্থিতির পর প্রত্যাবর্তন ভালো হয়নি, তবে বিপিএল আগে আরও সুযোগ পেলে হয়তো তার ফর্ম ফিরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *