বিশেষ সংবাদদাতা
দুর্দান্ত জয়ে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে শুভসূচনা করেছে ঢাকা মেট্রো। আজ বুধবার সিলেট একাডেমি মাঠে বরিশাল বিভাগকে ৩১ রানে হারিয়েছে তারা।
উইকেটকিপার ইমরানউজ্জামান (৩৩ বলে ২ চার ৪ ছক্কায় ৫৩) ও বাঁহাতি ওপেনার নাইম শেখের (৩৫ বলে ৫ চার ৪ ছক্কায় ৬৫) জোড়া হাফসেঞ্চুরি ঢাকা মেট্রোকে জয়ের পথ দেখায়। ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম উইকেটে ১১ ওভারে ১১৯ রানের বড় জুটি গড়েন তারা। এতে বড় পুঁজির সুদৃঢ় ভীত তৈরি করে ঢাকা মেট্রো। এরপর গাজী তাহজিবুল হক, আমিনুল ইসলাম ও আবু হায়দার রনি হাত খুলে খেললে ১৯২ রানের পুঁজি পায় তারা।
বরিশাল বোলারদের মধ্যে কেবল স্পিনার মেহেদী হাসান ২৮ রান খরচায় ২ উইকেট। বাকিদের কেউ তেমন সুবিধা করতে পারেননি।
১৯৩ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ১৪ রানে দুই ওপেনারকে হারায় বরিশাল। মইনুল ইসলাম ০ আর আব্দুল মজিদ আউট হন ৯ বলে ১৪ রানে। এতে শুরুতেই ব্যাকফুটে চলে যায় বরিশাল।
এরপর ফজলে মাহমুদ রাব্বি (৫২ বলে ৭৭) ও অভিজ্ঞ সোহাগ গাজী (৩২ বলে ৪০) প্রাণপণ চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। নির্ধারিত ২০ ওভারে ১৬১ রানে আটকে থাকে বরিশাল। ঢাকা মেট্রোর জয় সহজ করে দেন ২৬ রানে ৩ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মেট্রো: ১৯২/৪ (ইমরানউজ্জামান ৫৩, নাইম শেখ ৬৫, গাজী তাহজিবুল হক ৩৬, আনিসুল ইসলাম ১৫, আবু হায়দার রনি ১৫; মেহেদী হাসান ২/২৮, রুয়েল মিয়া ও সোহাগ গাজী ১টি করে উইকেট)।
বরিশাল: ১৬১/৮ (ফজলে মাহমুদ রাব্বি ৭৭, সোহাগ গাজী ৪০, আহরার আমিন ১৯; রাকিবুল হাসান ৩/২৬, আবু হায়দার রনি, শহিদুল ইসলাম, আলিয়াস ইসলাম ও আমিনুল ইসলাম ১টি করে উইকেট)।