স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দুই ম্যাচেই ব্যাট হাতে ঝোড়ো ক্যামিও খেলেছেন রিশাদ হোসেন। বিশেষ করে গতকাল (মঙ্গলবার) দ্বিতীয় ওয়ানডেতে ছিলেন বেশি আগ্রাসী। নয় নম্বরে ব্যাট করতে নেমে রিশাদ ১৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৯ রান করেন। অন্যরা যেখানে রানের জন্য ধুঁকছে, সেখানে আগ্রাসী রিশাদকেই প্রয়োজন ছিল সুপার ওভারে। কিন্তু তাকে নামায়নি বাংলাদেশ। টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁচা দিয়েছেন জাতীয় দলের সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ। মহসিন শেখ লিখেছেন, ‘আপনি যখন ড্রেসিংরুমে থাকবেন না, তখন আপনি স্থানীয় খেলোয়াড়দের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুলবেন। এখন তো আপনি দায়িত্বে। এখন সেই কমনসেন্স কোথায়?’
মহসিন শেখের পোস্টে কারও নাম উল্লেখ করা না থাকলেও এই স্ট্যাটাসটি মূলত মোহাম্মদ সালাউদ্দিনকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। অতীতে বিপিএলে কুমিল্লার কোচ থাকাকালীন সালাউদ্দিন একাধিকবার বাংলাদেশি ক্রিকেটারদের ‘কমনসেন্স’ ও ‘ব্রেনলেস ক্রিকেট’ নিয়ে কড়া সমালোচনা করেছিলেন।
তিনি তখন বলেছিলেন, ‘স্থানীয় খেলোয়াড়দের কাছে আমি একটা সামান্য কমন সেন্স (সাধারণ জ্ঞান) চাই, যে একটা কমন সেন্স থাকে। তাদের আসলে কমন সেন্স আছে কি না, এটা নিয়ে আমার সন্দেহ। আপনি যদি ১৫ বছর ধরে ঘরোয়া ক্রিকেট মিরপুরে খেলেন, আপনি জানেন যে আপনার আসলে কী করতে হবে। সে কমনসেন্স যদি আপনার না থাকে, তাহলে আসলে আমি হতাশ। বিশেষ করে আমাদের ছেলেরা ক্রিকেট নিয়ে চিন্তা করে কি না সেটা নিয়ে আমার সন্দেহ।’ প্রসঙ্গত, বিসিবির পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করে গেছেন মহসিন শেখ। চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর তারও বিদায়ঘণ্টা বেজে যায়। গুঞ্জন আছে, লঙ্কান কোচের কাছের হওয়ায় তার সঙ্গে চুক্তি বাড়ায়নি বিসিবি। বাংলাদেশের আগে আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের জাতীয় দলের হয়ে কাজ করেছিলেন তিনি। এ ছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগে মহসিন শেখ পরিচিত এক নাম। বিপিএল, পিএসএল, বিগ ব্যাশ এমনকি আইপিএলেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। সর্বশেষ বিপিএলেও খুলনা টাইগার্সে ছিলেন।
