ePaper

এক টাকায় ঈদের নতুন পোশাক

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রিজু সরকার, বিশেষ প্রতিনিধি

রাস্তার পাশে শামিয়ানা দিয়ে বানানো অস্থায়ী দোকান। দোকানে টাঙানো একটি ব্যানার। তাতে লেখা ‘১ টাকায় ঈদের নতুন জামা’। ব্যানারের ঠিক সামনেই দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী। আগত শিশুদের সঙ্গে পোশাকের সাইজ মিলিয়ে দেখছেন এবং এক টাকার বিনিময়ে তা আগত শিশুদের হাতে তুলে দিচ্ছেন। আর এই পোশাকগুলো কিনতে দাঁড়িয়ে আছে শতাধিক শিশু-কিশোর। নতুন জামাগুলো তাদের কাছে বিক্রি করা হচ্ছে মাত্র এক টাকায়। এভাবে মাত্র এক টাকায় ঈদের নতুন পোশাক পেয়ে খুশিতে মেতেছে নীলফামারীর সৈয়দপুরের শতাধিক সুবিধাবঞ্চিত শিশু। মূলত সুবিধাবঞ্চিত পথশিশুদের ঈদের আনন্দ দিতে এমন একটি উদ্যোগ নিয়েছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় এক টাকায় ঈদের নতুন জামার ওই দোকানটি বসানো হয়। আয়োজনের মধ্যে নতুন সব ডিজাইনের ফ্রক, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ছিল। আগত সুবিধাবঞ্চিত শিশুরা এক টাকার বিনিময়ে তাদের পছন্দমতো পোশাক কিনে নেয়। আর এভাবে মাত্র এক টাকায় ঈদ নতুন জামা পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশুরা। শহরের গোলাহাটের সাত বছর বয়সী শিশু শবনম ঢাকা পোস্টেকে বলে, যেকোনো উৎসব-পার্বণে আমার মা-বাবার পক্ষে নতুন কাপড় কেনা সম্ভব হয় না। এখানে এক টাকায় নতুন জামা দিচ্ছে শুনেই ছুটে আসি এবং এক টাকায় পছন্দমতো ফ্রক নিয়েছি। খুব খুশি আমি। মাত্র এক টাকায় নতুন পোশাক পেয়ে মহাখুশি ১২ বছর বয়সী সাব্বির হোসেন ও ৮ বছর বয়সী মল্লিক। তাদের উভয়ের বাবা নেই। মা অন্যের বাসায় কাজ করেন। এখনো তাদের জন্য নতুন কোনো জামা কিনতে পারেননি মা। ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ সংগঠনের অস্থায়ী দোকান থেকে মাত্র এক টাকায় নতুন পোশাক পেয়ে খুবই খুশি তারা। এখন ঈদ ভালো কাটবে বলে জানায় তারা। সংগঠনের সদস্য সামিউল জানান, সমাজে সুবিধাবঞ্চিত শিশুরা বেশিরভাগ সময়ই বঞ্চিত। ঈদেও তারা নতুন কাপড় কিনতে পারে না। তাই ওইসব শিশুদের ঈদ আনন্দ বর্ণিল করতেই আমরা এক টাকায় ঈদের নতুন জামা দিয়েছি। ঈদের আগ পর্যন্ত এ কর্মসূচি চলবে আমাদের। সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী প্রতিবেদককে বলেন, মূলত সুবিধাবঞ্চিত, এতিম শিশুদের জন্য আমাদের এই আয়োজন। যেসব শিশুদের ঈদের নতুন জামা হয়নি তারা স্বচ্ছন্দে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ এর দোকান থেকে মাত্র এক টাকার বিনিময়ে নিজের পছন্দমতো পোশাক নিতে পারবে। আমাদের সদস্যরা নিজস্ব অর্থায়নে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা দিয়ে এই আয়োজন করেছে। এ ছাড়া পর্যায়ক্রমে আমরা শাড়ি, লুঙ্গি, থ্রিপিস এবং সেমাই, চিনি ও দুধ দেওয়া হচ্ছে অসহায়দের জন্য। এ কার্যক্রম চাঁদরাত পর্যন্ত চলবে। উল্লেখ্য, প্রতিবছর সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা, সালামি ও গরিবদের জন্য শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস এবং সেমাই, চিনি ও দুধ দিয়ে আসছে সংগঠনটি। শিশুরা ঈদের দিন নতুন জামা পরতে পছন্দ করে কিন্তু অনেকে দারিদ্রতার কারণে পছন্দমতো পোশাক নিতে পারে না। আর তাই পথশিশুদের সেই ইচ্ছা পূরণে এগিয়ে এসেছে সৈয়দপুরের ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *