ePaper

একদিনে ১১ ব্যাংক থেকে নিলো ৮.৩০ কোটি ডলার দাম চাঙা রাখতে বাজার থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় ডলারের সরবরাহ বেশ বেড়েছে। ফলে মুদ্রাটির দাম কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাজারে ডলারের দরপতন ঠেকাতে সরাসরি হস্তক্ষেপ করছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো থেকে ডলার কিনে দাম স্বাভাবিক রাখার চেষ্টা করছে আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা।রোববার (১০ আগস্ট) ১১টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে মোট ৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা।বাংলাদেশ ব্যাংক বলছে, এ উদ্যোগ বাজারে ডলারের মান ধরে রাখতে এবং বিনিময় হার স্থিতিশীল রাখতে নেওয়া হয়েছে। রিজার্ভ ব্যবস্থাপনার অংশ হিসেবেই এই ডলার কেনা, তবে এর পেছনে রয়েছে স্পষ্ট মুদ্রানীতির কৌশল।এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আজকের নিলামে ১২ মিলিয়ন ডলার কেনা হয়েছে ১২১.৪৭ টাকায় আর ৭১ মিলিয়ন ডলার কেনা হয়েছে ১২১.৫০ টাকায়। বহুমূল্য নিলাম পদ্ধতিতে এই ডলার সংগ্রহ করা হয়েছে।বাজার সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি ডলারের চাহিদা কমে আসায় দাম কিছুটা নিম্নমুখী প্রবণতায় ছিল। এ অবস্থায় দাম আরও কমে গেলে রপ্তানিকারক ও রেমিট্যান্স পাঠানো প্রবাসীরা অনুৎসাহী হয়ে পড়তে পারেন। কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপ মূলত বাজারে ডলারের দাম একটি নির্দিষ্ট সীমার নিচে নামতে না দেওয়ার ইঙ্গিত।চলতি অর্থবছরে ২৩ জুলাই কেন্দ্রীয় ব্যাংক ১২১ টাকা ৯৫ পয়সা দরে ১০ মিলিয়ন ডলার কিনেছিল। এরও আগে ১৩ ও ১৫ জুলাই অনুষ্ঠিত নিলামে কেনা হয় মোট ৪৮৬ মিলিয়ন ডলার। সবমিলিয়ে চলমান নিলাম প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত কিনেছে মোট ৫৭৯ মিলিয়ন ডলার বা প্রায় ৫৮ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। বাজারে স্থিতিশীলতা আনতে এবং রিজার্ভ ব্যবস্থাপনায় ভারসাম্য রাখতে এ ধরনের ধারাবাহিক হস্তক্ষেপ করছে কেন্দ্রীয় ব্যাংক বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *