সৌমিত্র সুমন (পটুয়াখালী) কলাপাড়া
পটুয়াখালীর মহিপুরে একই রাতে তিন বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার গভীর রাতে লতাচাপলী ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৬-৭ জনের একটি সংঘবদ্ধ দল মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলনের বাড়িসহ একই এলাকার আবুল হোসেন ও মহিউদ্দিনের বাড়িতে হানা দেয়। এসময় পরিবারের সদস্যদের বেঁধে ফেলে তারা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী মিলন জানান, চিকিৎসার জন্য তিনি ঢাকায় থাকাকালে ডাকাতরা তার বাড়ি থেকে ৬ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ২২ লাখ টাকার মালামাল লুট করে। অপর দুই বাড়ি থেকেও নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতরা। একই রাতে টানা তিন বাড়িতে ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এর আগে লতিফপুরে আকন বাড়িতে সংঘটিত ডাকাতির কোনো রহস্য উদঘাটন হয়নি বলেও স্থানীয়রা জানান। মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দোষীদের শনাক্তে কাজ চলছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”
