ePaper

এইচপি থেকে বাংলাদেশ ‘এ’ দলে ডাক পাচ্ছেন যেসব ক্রিকেটার

বাংলাদেশ জাতীয় দলের টানা ম্যাচ খেলার ধকল কেটেছে গত বৃৃহস্পতিবার। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ শেষে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে টাইগাররা। সেখানে ২-১ ব্যবধানে জয়ের পর বিশ্রামের সুযোগ মিলেছে জাতীয় দলের ক্রিকেটারদের। এদিকে, ঘরের মাটিতে ব্যস্ত সময় যাচ্ছে হাই-পারফরম্যান্স (এইচপি) দলের। এই দল থেকে ৭ জন ক্রিকেটার ডাক পেতে যাচ্ছেন বাংলাদেশ ‘এ’ দলে, এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র। মূলত চারদিনের ম্যাচ ও অস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি লিগের জন্য জিসান আলম, ইফতেখার ইফতি, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, রিপন মন্ডল, তোফায়েল আহমেদ ও রাকিবুল ইসলামরা ডাক পাচ্ছেন। অস্ট্রেলিয়ার মাটিতে ১১টি দল নিয়ে অনুষ্ঠিত হবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। নর্দার্ন টেরিটরি (এনটি) ক্রিকেট আয়োজিত এই প্রতিযোগিতা শুরু হবে ১৪ আগস্ট থেকে। যেখানে খেলবে বাংলাদেশ ‘এ’ দল, পাকিস্তান শাহীন্স (এ দল), নেপাল ও বিগ ব্যাশের কয়েকটি দল। ১১ দল নিয়ে  সিরিজের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দল। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে অনুষ্ঠিতব্য জনপ্রিয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে তৃতীয়বারের মতো খেলতে যাচ্ছে পাকিস্তান শাহীন্স (এ দল)। অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দল ২০২৪ সালের ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *