ePaper

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমবিএ প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সাইফুল্লাহ,গাজীপুর

বাংলাদেশ উন্মুুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের ৯ম ব্যাচে (জুলাই’২০২৪) ভর্তিকৃত সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর ও বঙ্গবন্ধু সরকারি কলেজ, গোপালগঞ্জ স্টাডি সেন্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ১৭ জানুয়ারী ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বাউবির ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক, লেখক ও কলামিষ্ট ড. মেজবাহ উদ্দিন তুহিন এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাউবির ওপেন স্কুলের সহকারী অধ্যাপক  আল- আমিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছেন আঞ্চলিক পরিচালক ড. মেজবাহ উদ্দিন তুহিন, বাউবির শিক্ষক মো. আল-আমিন সরকার ও রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান। অনুষ্ঠানে সম্পূর্ণ বাংলা মাধ্যমে প্রবর্তিত এই প্রোগ্রামে পড়া-শুনা, আধুনিক বিশ্বে মুক্ত বাজার অর্থনীতিতে ব্যবসা প্রশাসনের ভূমিকা, বিশ্বায়নে বাংলাদেশের অর্থনীতির অবস্থান, এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের কোর্স কারিকুলাম, চাকুরির বাজারে এমবিএ প্রোগ্রামের প্রয়োজনীয়তা, গণমানুষের দোরগোড়ায় বাউবির শিক্ষা সেবা বিস্তরন ও বাউবির নানা উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তর আলোকপাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা শাহীন উদ্দিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *