স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামের করা বিস্ফোরক মন্তব্যে উত্তাল বাংলাদেশের ক্রীড়াঙ্গন। তার পদত্যাগ না হলে সবধরণের খেলা বর্জনের ঘোষণা দিয়েছে কোয়াব। নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে তারা। ম্যাচ শুরুর সময়েই ডেকেছে সংবাদ সম্মেলন। এমতাবস্থায় যথাসময়ে হচ্ছে না বিপিএলে দিনের প্রথম ম্যাচ। সিলেট পর্ব শেষে আজ থেকে ঢাকায় খেলা শুরু হওয়ার কথা। প্রথম দিনে রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। আর সূচি অনুযায়ী দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস। বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমি এসেছিলাম, খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। এমনকি আমরা একটা প্রেস রিলিজও দিয়েছি যে, এটা অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন। প্রক্রিয়া অনুযায়ীৃ তাকে শোকজ লেটার দেওয়া হয়েছে। আমরা এই কথা সাপোর্ট করি না। কিন্তু একটা প্রসেস আছে।’
আজই দিনের দুটি ম্যাচ আয়জনের আপ্রাণ চেষ্টা করছে বিসিবি জানালেন মিঠু, ‘উনাদের বুঝিয়েছি। এখন যদি মাঠে আসে খেলা হবে। প্রথম ম্যাচ সময়মতো না হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।’ গতকাল (বুধবার) বিপিএলের ম্যাচ শুরুর আগে দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটেরও হুমকি দিয়েছিল কোয়াব। এখন পর্যন্ত এম নাজমুলের পদত্যাগের খবর আসেনি। তাই নির্ধারিত সময় পার হয়ে হলেও দিনের প্রথম ম্যাচের দুই দলের কেউই মাঠে যায়নি। যে কারণে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়। এখানেই শেষ নয়, পদত্যাগের ঘোষণা না আসায় হোটেল শেরাটনে ম্যাচের সময়ে সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব। এজন্য ৬ দলের ক্রিকেটাররা এক হচ্ছেন শেরাটনে।
