ePaper

উদ্যোক্তাদের সঙ্গে ক্ষুদ্র ঋনদাতা প্রতিষ্ঠানকে অর্থনৈতিক সম্পৃক্তকরণ কর্মশালা

লিয়াকত আলী, লালমনিরহাট

লালমবিরহাটের নতুন উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋনদাতা প্রতিষ্ঠানের সঙ্গে অর্থনৈতিক সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রমিস প্রকল্পের অধিনে ব্যাক আঞ্চলিক কার্যালয়ের সভা কক্ষে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় ক্ষুদ্র ঋনদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে তাদের ব্যবসায়িক বিকাশে সহায়তা প্রদান, উদ্যোক্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা প্রদানের পাশাপাশি অর্থনৈতিক কাজে আরো কার্যকরভাবে যুক্ত হওয়াই প্রমিস প্রকল্লের মূল উদ্দেশ্য।

ব্র্যাক লালমনিরহাট জেলা সমন্বায়ক আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক আসমা উল হুসনা। স্বাগত বক্তব্য দেন, ব্র্যাক লালমনিরহাট-১ এর আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) আব্দুর রাজ্জাক। বক্তব্য দেন,  আরডিআরএস লোন অফিসার রফিক সরকার, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির এসোসিয়েট অফিসার ফরিদুজ্জামান সোহাগ প্রমূখ। কর্মশালায় জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *