উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ৭৬নং উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুদিন ব্যাপী বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। মধুখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহিউদ্দিন মিয়া এর সভাপতিত্বে ও বিভাগীয় পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক শারমীম আখতার এর প্রধান ভূমিকায় অনুষ্ঠান পরিচালিত হয়। অত্র বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্টানটি উদ্বোধন করেন মধুখালী উপজেলা বিএনপি সভাপতি ও কামারখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মধুখালী উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি অন্যতম সদস্য সাইদুর রহমান, ফরিদপুর জেলা যুবদলের সদস্য ও মধুখালী উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল ইসলাম ফুরাদ, কামারখালী ইউনিয়ন বিএনপি সভাপতি আক্কাচ আলী মৃধা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলী নেওয়াজ শায়েস্তা খাঁন, সাবেক প্রধান শিক্ষক শশাংক শেখর সাহা। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি রিক্তা পারভীন, আর্জিনা বেগম, কামারখালী ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য আসমা বেগম, আড়পাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি প্রার্থী সাজ্জাদ হোসেন সুমন, সমাজসেবক ইকবাল হোসেন, তোফাজে¦ল হোসেন মন্ডল ফেলু সহ আরো অনেকে। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা সহ সকল শিক্ষার্থীরা এবং অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। ক্রীড়া অনুষ্টান পরিচালনায় ছিলেন ইয়াসমিন নাহার, রনজয় কুমার মিত্র সহযোগীতায় ছিলেন ফরিদা পারভীন, শামীমা আক্তার, তানিয়া খাতুন, আলোমতি রায় ও সজল সরকার। আপ্যায়নে ছিলেন ফরিদা পারভীন ও তানিয়া খাতুন সহ আরো সহ শিক্ষক। সার্বিক সহযোগীতায় ছিলেন প্রধান শিক্ষক শারমীম আখতার সহ বিচারকমন্ডলী, সাবেক এস.এম.সি সদস্য বৃন্দ, বর্তমান পি.টি.এ, সভাপতি কাবদল, স্টুডেন্ট, কাউন্সিল এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে অনুষ্ঠান সুষ্ট ও সুন্দরভাবে এবং আনন্দ-ঘন মনোরম পরিবেশে ক্রীড়া ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *