মাসুদ রহমান বিজয়
রাজধানী উত্তরখানের ফজিরবাতান নামক এলাকায় অবৈধভাবে দেওয়া হয়েছে প্রায় শতাধিক ওয়াসার লাইনে সংযোগ। এই সকল সংযোগগুলো দেওয়া হয়েছে সেনেটারী মিস্ত্রি হারুন রশিদ (৪০) ও এলাকার মাদক সেবনকারী, চোর খ্যাতি প্রাপ্ত ওরফে রাশেদ চোর এর সহযোগিতায়। এলাকাবাসীর অভিযোগ হারুনুর রশিদ ওয়াসার লোক পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় ওয়াসার লাইনে অবৈধভাবে সংযোগ দিয়ে থাকেন। এর জন্য তাকে বিশেষভাবে সহযোগিতা করে থাকেন এসডি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, ও লাইনম্যান মামুন । হারুনুর রশিদ শিকার করেন প্রতি লাইনের বিনিময়ে পাঁচশত টাকা করে দিতে হয় ওয়াসা কর্মকর্তাদের,অনুসন্ধানে সত্যতার প্রমাণ মেলে উত্তরা আজমপুর ওয়াসার ৯জোনে,এসডি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, ও লাইন ম্যান মামুন, এই তিনজনের সমন্বয়ে ৯ জোন ওয়াসা অফিসে ডাকা হয় সেনেটারী মিস্ত্রি হারুনকে, সমন্বয়ে হারুনের কাছ থেকে নেওয়া অঙ্গীকারনামা, যাতে লেখা থাকে হারুনুর রশিদ আর কখনো অবৈধভাবে ওয়াশার লাইনের সংযোগ দিতে পারবে না দিলে ওয়াসা আইনত ব্যবস্থা গ্রহণ করিবে। এরমধ্যে বেরিয়ে আসে দলের বিড়াল এসডি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেনের সহকারি হঠাৎ বলে ওঠে স্যার হারুন এতদিন আমাদের সাথে কাজ করছে ও কি কিছু বুঝে না বিস্তারিত আসিতেছে পরবর্তী সংখ্যায়
