ePaper

উচ্ছেদ আতঙ্কে দরিদ্র সাত পরিবার

সৌমিত্র সুমন, (পটুয়াখালী) কলাপাড়া

পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের সরকারি আবাসনে আশ্রিত সাতটি দরিদ্র পরিবার উচ্ছেদের আতঙ্কে দিন কাটাচ্ছে। অভিযোগ উঠেছে, স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি লালন মোল্লার নেতৃত্বে গত তিন দিন ধরে এসব পরিবারের ওপর হামলা চালানো হচ্ছে। তাদের গালিগালাজ, মারধরের হুমকি দেওয়া হচ্ছে, রান্নার চুলা ভেঙে ফেলা হয়েছে, ঘরের বেড়া তছনছ করা হয়েছে, এমনকি চলাচলের রাস্তা বন্ধের হুমকিও দেওয়া হয়েছে। সরকারি খাস জমিতে দুই শতক করে জমি ও সেমিপাকা ঘর বরাদ্দ পেয়েছিল এই পরিবারগুলো। হামলার ঘটনায় তিনটি পরিবার ইতোমধ্যে অন্যত্র সরে গেছে, বাকি চারটি পরিবার এখনো আতঙ্কে দিন কাটাচ্ছে। ভুক্তভোগীরা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি। সর্বশেষ ৯৯৯-এ কল করেও সমাধান হয়নি। অভিযুক্ত লালন মোল্লা দাবি করেন, তার রেকর্ডীয় জমি দখল করে চুলা বসানো হয়েছিল, তাই তিনি তা ভেঙে ফেলেছেন। এ বিষয়ে আদালতে মামলা রয়েছে। ইউএনও মো. রবিউল ইসলাম জানান, স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ব্যর্থ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *