রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে ঈদকে সামনে রেখে মসলার দাম বেড়েই চলেছে। প্রতিটি মসলার দামই ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এতে করে সাধারণ ক্রেতারা পড়েছে বিপাকে। সিরাজগঞ্জের পৌরসভাধীন বড় বাজার, নাসিম পৌর কাচাবাজার, স্টেশন বাজার, বউ বাজার, বাহিরগোলা গুড়ের বাজার, কালিবাড়ি বাজারসহ প্রতিটি বাজারই এখন সিন্ডিকেটের কবলে। গত এক সপ্তাহে জিরা, এলাচ ও লবঙ্গ, দারুচিনি মতো মসলার দাম বাড়িয়ে দিয়েছে। অথচ এসব মসলা প্রতিটি ব্যবসায়ীর ঘরে মজুদ আছে বলে জানায় ক্রেতারা। বর্তমানে প্রতি কেজি মসলা ৩শ’ থেকে ৪শ’ টাকা পর্যন্ত বেড়েছে। সিরাজগঞ্জ বড় বাজারের মসলা ক্রেতা হামিদা বেগম ও মসলা ক্রেতা শফিকুল ইসলাম জানায়, প্রতিটি ঈদেই মসলার চাহিদা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি থাকে। সেই চাহিদা পুঁজি করে সিরাজগঞ্জ শহরসহ জেলার প্রতিটি বাজারে ব্যবসায়ীরা মসলাজাতীয় পণ্যের দাম বাড়িয়েছে। বড় বাজারের মসলা বিক্রেতা খোকন সরকার জানান, মহাজনেরা মসলার দাম বৃদ্ধি করায় আমরা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি। তাই এর প্রভাব পড়েছে জেলার প্রতিটি বাজারে। সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। সিরাজগঞ্জে শহরের প্রতিটি বাজারে এখন ছোট এলাচ প্রতি কেজি ৬ হাজার টাকা, বড় এলাচ প্রতি কেজি ৩ হাজার ৪শ’ টাকা, লবঙ্গ ১ হাজার ৫শ’ টাকা, জিরা ৭শ’ থেকে ৮শ’ টাকা, গোল মরিচ ৮শ’ টাকা, দারুচিনি সাড়ে ৬শ’ টাকা, হলুদের গুড়া ৫শ’ টাকা, কালোজিরা প্রতি কেজি সাড়ে ৪শ’ টাকা, তেজপাতা ২শ’ টাকা, আদা ১শ’ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানায় ক্রেতা এবং বিক্রেতা। কাঁচা বাজারের মসলা ব্যবসায়ী শ্যামল দত্ত বলেন, আন্তর্জাতিক বাজারে কিছু কিছু মসলার দাম বেড়েছে। তাই এখানেও দাম বেড়েছে। উল্লেখ্য, জেলা শহরের বাজারগুলোর চেয়ে গ্রামাঞ্চলের হাট বাজারগুলোতে মসলার দাম এর চেয়েও বেশি বলে জানান ক্রেতা এবং বিক্রেতারা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ সহকারী পরিচালক মো. সোহেল সেখ বলেন, বাজারে মসলার দাম বৃদ্ধিতে আমরা মনেটরিং শুরু করেছি। এই অভিযান চলবে।