ePaper

ঈদ উপলক্ষে আইন-শৃঙ্খলাসহ সার্বিক নিরাপত্তা জোরদারে চিটাগাং চেম্বার

সওকত আলী খান বাদল, চট্টগ্রাম

আসন্নপবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চট্টগ্রাম মহানগরীসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশ বাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থার প্রতি ২৩ মার্চ এক বিবৃতির মাধ্যমে চিটাগাং চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা আহবান জানিয়েছেন। ঈদ উপলক্ষ্যে বাজারে নতুন টাকা সরবরাহ না থাকা সত্ত্বেও বিভিন্ন স্থানে নতুন টাকা দেয়া হচ্ছে। নতুন এ টাকার সঠিকতা যাচাইয়ের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করার উপর গুরুত্বারোপ করেন চেম্বার প্রশাসক। জনসাধারণের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোতে চুরি, ডাকাতি, ছিনতাই, মলম পার্টি তৎপরতা ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদারে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারী বৃদ্ধির অনুরোধ জানান। ঈদ উপলক্ষ্যে বৃহত্তর চট্টগ্রামের আন্ত:জেলা মহাসড়ক ও নগরীর অভ্যন্তরীণ সড়কসমূহ যানজট-৩ রাখা, বাস-লঞ্চ টার্মিনালে ভাড়া সহনীয় পর্যায়ে রেখে জনদুর্ভোগ লাঘবে এবং দুর্ঘটনা রোধে লঞ্চ-টেধনে অতিরি৩ যাত্রি বহন থেকে বিরত থাকা ও চালকদের দুর্ঘটনা এড়াতে দধুতগতি ও ওভারটেকিং না করার পরামর্শ দেন। তিনি ঈদের ছুটিতে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন মার্কেট ও অফিস আদালত বন্ধ থাকার সময় ডাকাতি, লুটপাট ও অগ্নি দুর্ঘটনা থেকে নিজ নিজ বাসা ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে সচেতনতা সৃষ্টি ও পুলিশি টহল বৃদ্ধি করার আহবান জানান। তিনি চেম্বারের সকল সদস্য প্রতিষ্ঠানকে ঈদের পূর্বে শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধের অনুরোধ জানান। চেম্বার প্রশাসক চট্টগ্রামের প্রশাসন, পুলিশ, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী, চেম্বার সদস্য এবং সর্বস্তরর জনগণের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন। নং-সি/পিবিএসি/৫৩/১৩১ ২৩ মার্চ ২০২৫ খিধ. সকল স্থানীয় ও জাতীয় পত্রিকা, সংবাদ সংস্থা, ইলেকটধনিক মিডিয়াসমূহ ও রেডিওতে সম্প্রচার/প্রকাশের সবিনয় অনুরোধপূর্বক প্রেরণ করা গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *