ePaper

ঈদের আগে খুলনার বাজারে বেড়েছে মাছ-মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক: ঈদের আগে খুলনার বাজারে বেড়েছে মাছ ও মুরগির দাম। এছাড়াও গ্রীষ্মকালীন সবজির দাম কেজিতে ১০-২০ টাকা বেড়েছে। তবে আলু, পেঁয়াজ, রসুনের দাম স্বাভাবিক আছে। মাছ-মাংসের দাম হঠাৎ দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। শনিবার (২৯ মার্চ) খুলনার গল্লামারি, নতুন বাজার, মিস্ত্রিপাড়া বাজার, খালিশপুর বাজার ও শিরোমনি বাজার ঘুরে এমনটা জানা যায়।

জানা যায়, বেগুন আকারভেদে ৬০-৮০ টাকা, করলা ৮০-১০০ টাকা, বরবটি ১০০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটোল ৬০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, কচুমুখি ১০০ টাকা, কচুর লতি ৭০-৮০ টাকা, সজনে ১৬০- ১৮০ টাকা, লাউ ৪০ টাকা পিস, ঝিঙা ৮০ টাকা, শসা ৮০ টাকা এবং কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাংসের বাজারে গরুর মাংস ৭৫০ টাকা, খাসি ১২০০ টাকা, ব্রয়লার মুরগি ২০০-২১০ টাকা কেজি, কক ২৯০ টাকা এবং লেয়ার ২৮০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের বাজারে, টেংরা মাছ ৬০০-৭০০ টাকা, পারশে ৭০০-৮০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১৩০-১৫০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৬৫০-৭৫০ টাকা, পাবদা ৪০০-৪৫০ টাকা, মাঝারি ভেটকি ৫০০ টাকা, মাঝারি রুই প্রতি কেজি ৪০০ টাকা, পাঙাশ ১৩০-১৫০ টাকা, গলদা ১০০০-১৬০০ টাকা কেজি এবং ইলিশ মাছ ১২০০-১৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন বাজারে আসা আব্দুর রহিম বলেন, ঈদের আগে সবজি আর মুরগির মাংসের দাম অনেক বেড়েছে। ঈদে মুরগির মাংসের ব্যাপক চাহিদা থাকায় সুযোগ বুঝে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। নইলে কেজিতে ১০-১৫ টাকা বৃদ্ধি পাওয়া অসম্ভব। মিস্ত্রিপাড়া বাজারে আসা নন্দিতা পাল জানান, সবজির দাম হঠাৎ বেড়েছে। গতকালের ৬০ টাকার পটোল আজ ৮০ টাকা, আর লেবুর পিস ১০ টাকা। গরমে সবজির দামেও গরম অবস্থা।

গল্লামারি মাছ বাজারে আসা সাইদ হাওলাদার বলেন, মাছ কিনতে গেলে পকেটের টাকা শেষ হয়ে যাবে। গত সপ্তাহের ৫০০ টাকার হরিনা চিংড়ি আজ দেখছি ৬৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তেলাপিয়া মাছের দামও ৩০-৪০ টাকা বাড়তি। এমন দাম থাকলে মাছ কেনা কঠিন হয়ে দাঁড়াবে। শিরোমনি বাজারের সবজি বিক্রেতা হানিফ তালুকদার বলেন, গরমের সবজি সবেমাত্র উঠতে শুরু করেছে। এজন্য সবজির দাম একটু বেশি। পাইকারি বাজারে সবজির সরবরাহ বাড়লে দাম কমতে শুরু করবে বলে তিনি মন্তব্য করেন। গল্লামারি বাজারের মাছ বিক্রেতা তুষার মোল্যা বলেন, এখন মাছের গোন না হওয়ায় দাম একটু বাড়তি। আর মাছের ফিডের দাম বাড়তি বলে ঘেরের মাছের দামও বেশি। এজন্য সব মাছের দাম ৫০-১০০ টাকা কেজিতে বেড়েছে। ময়লাপোতা বাজারের মুরগি ব্যবসায়ী বাবু মিয়া বলেন, গত সপ্তাহের শুরু থেকেই মুরগির সরবরাহ কম। চাহিদা মতো পাইকাররা মুরগি দিতে পারছেন না বলেই দাম কিছুটা বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *