ePaper

ইস্টার্ণ রিফাইনারী-এর ১৫ লক্ষ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন

আমিনুল হক শাহীন, চট্টগ্রাম

চট্টগ্রাম ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল) ৫৭ বছরের পরিচালনাকালে এ প্রথম বারের মতন বাৎসরিক পরিশোধন সক্ষমতা ১৫ লক্ষ মেট্র্রিক টন অতিরিক্ত আরও ৩৫ হাজার মে. টন ক্রুড অয়েল পরিশোধন করতে সক্ষমত হয়েছে। এ উপলক্ষ্যে সাংবাধিকদের সাথে সংবাদ সম্মেলন ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল) নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি রাষ্ট্রায়ত্ব খাতে দেশের একমাত্র জ¦ালানী তেল শোধনাগার। এটি বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধিনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। যা ১৯৬৮ সালের মে মাসে ইআরএল’র বাণিজ্যিক উৎপাদন শুরু হয় এবং সুদীর্ঘ ৫৭ বছর যাবত আমদানিকৃত ক্রুড অয়েল পরিশোধন করে এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেস অয়েলসহ মোট ১৪ টি পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে আসছে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান মো. আমিন উল আহসান, ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শরীফ হাসনাত সহ উর্ধ্বতন কর্মকর্তারা। সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে ইআরএল তার উৎপাদন সক্ষমতার শতভাগ অতিক্রম করার নজির স্থাপন করতে সক্ষম হয়েছে। ইআরএল’র বাৎসরিক পরিশোধন সক্ষমতা ১৫ লক্ষ মেট্রিক টন এর বিপরীতে উক্ত অর্থবছরে ক্রুড অয়েল পরিশোধনের পরিমান ১৫ লক্ষ ৩৫ হাজার মেট্রিক টন। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সময়কালে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ পরিমান ক্রুড অয়েল পরিশোধন। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির উৎপাদনের ইতিহাসে একটি অনন্য মাইলফলক অর্জিত হয়েছে। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কর্মকর্তারা বলেন দেশের কাজের বৃহত্তর পরিসরে কাজ করে যাচ্ছে ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। বর্তমানে ইস্টার্ন রিফাইনারী লিমিটেড কর্মচারীরা মুক্ত ও স্বাধীন ভাবে কাজ করাই আমরাই সফলতা অর্জন করতে পেরেছি। বেশকিছু বাস্তব ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলেও ইআরএল’র কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় এই উৎপাদন সক্ষমতা অর্জন করা সম্ভবপর হয়েছে। প্রতিষ্ঠানটির এই বিশেষ সাফল্য অর্জনের আনন্দঘন মুহূর্তে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, জ্বালানি তেল বিপণন কোম্পানিসমূহসহ সকল অংশীজন, সর্বোপরি ইআরএল এ কর্মরত সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *