ePaper

ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে চলছে ফুলগাজী জামেয়া উম্মুল ক্বোরা মাদ্রাসা

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

ফুলগাজী ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে চলছে ফুলগাজী জামেয়া উম্মুল ক্বোরা মাদ্রাসা। সময়োপযোগী শিক্ষা কার্যক্রম ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মাদ্রাসাটিতে নূরানী বিভাগে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু রয়েছে। এছাড়া চতুর্থ শ্রেণি থেকে আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধা সুন্দর ও মনোরম পরিবেশে পরিচালিত হচ্ছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো—এই প্রথম ফুলগাজীতে ছাত্রীদের জন্য হেফজ বিভাগ চালু করা হয়েছে, যা অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিষ্ঠানটিতে পাঠদানে নিয়োজিত রয়েছেন অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক-শিক্ষিকামণ্ডলী। আবাসিক ছাত্রীদের তত্ত্বাবধানে রয়েছেন প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষিকাবৃন্দ।

ফুলগাজী উপজেলা মহিলা কলেজ রোড ও ফুলগাজী থানার পাশে মনোরম পরিবেশে অবস্থিত এ শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষাবান্ধব পরিবেশের জন্য ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মুফতি তাজুল ইসলাম বলেন, “আবাসিক ব্যবস্থাপনায় থাকা শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক মানের থাকা ও স্বাস্থ্যসম্মত খাবারের সুব্যবস্থা রয়েছে। পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদের জন্যও মানসম্মত খাবার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে।”তিনি আরও বলেন, ফুলগাজী বাজার এলাকায় হেফজ ও কিতাব বিভাগের জন্য একমাত্র মানসম্মত প্রতিষ্ঠান হিসেবে জামেয়া উম্মুল ক্বোরা মাদ্রাসা ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *