মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ
“আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ “। গত ২০ এপ্রিল রবিবার বিকাল সাড়ে তিন ঘটিকায় ইসালামপুর থানা কর্তৃক আয়োজিত ০৩ নং চিনাডুলী ইউনিয়ন গুঠাইল বাজার সংলগ্ন ভূমি অফিস মাঠ প্রাঙ্গনে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য জনবান্ধন, সাংবাদিক বান্ধব মানবিক ভূষিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়। সভায় ০৩ নং চিনাডুলী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা মাদক, জুয়া, নানা সামাজিক অপরাধের বিভিন্ন চিত্র বক্তব্যে তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় তাদের কথা মনযোগ সহকারে শোনেন এবং সকলের অভিযোগ সমূহ গুরুত্বের সাথে আমলে নেন। সকল প্রকার সামাজিক অপরাধ, মাদক, চুরি, জুয়া, বাল্যবিবাহসহ যেকোনো ধরনের অপরাধে সামাজিক সচেতনতার পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। এসময় বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ ইলেকট্রনিক্স মিডিয়া ও গণমাধ্যম কর্মীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।