মো. হোসেন শাহ্ ফকির (জামালপুর) ইসলামপুর
জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের দক্ষিণ চিনাডুলি গ্রামের নিরীহ কৃষকদের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। জানা যায় ২৩ এপ্রিল/২৫ একই এলাকার বিবাদী রফিকুল ইসলাম গংদের নেতৃত্বে নিম্ন জমির তফসিল বর্ণিত মৌজা দক্ষিণ চিনাডুলি, বিআরএস খতিয়ান নং- ১১২৫, বিআরএস ৫১২৫ নং দাগের ১০ শতাংশ জমি দখলের পায়তারা চেষ্টা চলছে। ভূক্তভোগী নিরীহ কৃষক মো. সাইদ জানান, গত ০১ সেপ্টেম্বর/২০২১ইং তারিখে বিবাদীগণ রফিকুল ইসলামগংদের ২ লক্ষ ৫০ হাজার টাকা স্ট্যাম্প মুলে বন্ধক নিয়ে মো. লিটন, খোকন, আলতাফুরসহ আমরা ভোগ দাখল করে আসতেছি। জমি বন্ধকের টাকা ফেরত না দিয়ে রফিকুল ইসলাম ও তার লোকজন দা লাঠি সোটা নিয়ে ঘটনাস্থলে অতর্কিত হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে ও রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। আমরা বাধা দিতে গেলে খুন জখম করিয়া লাশ গুম করার হুমকি দেয়। এ বিষয়ে ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান দুই পক্ষকে ডেকে নিয়ে মীমাংসা করার জন্য বসা হবে।