ePaper

ইসলামপুরে নিরীহ কৃষকের জমি দখলের চেষ্টা

মো. হোসেন শাহ্ ফকির (জামালপুর) ইসলামপুর

জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের দক্ষিণ চিনাডুলি গ্রামের নিরীহ কৃষকদের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। জানা যায় ২৩ এপ্রিল/২৫ একই এলাকার বিবাদী রফিকুল ইসলাম গংদের নেতৃত্বে নিম্ন জমির তফসিল বর্ণিত মৌজা দক্ষিণ চিনাডুলি, বিআরএস খতিয়ান নং- ১১২৫, বিআরএস ৫১২৫ নং দাগের ১০ শতাংশ জমি দখলের পায়তারা চেষ্টা চলছে। ভূক্তভোগী নিরীহ কৃষক মো. সাইদ জানান, গত ০১ সেপ্টেম্বর/২০২১ইং তারিখে বিবাদীগণ রফিকুল ইসলামগংদের ২ লক্ষ ৫০ হাজার টাকা স্ট্যাম্প মুলে বন্ধক নিয়ে মো. লিটন, খোকন, আলতাফুরসহ আমরা ভোগ দাখল করে আসতেছি। জমি বন্ধকের টাকা ফেরত না দিয়ে রফিকুল ইসলাম ও তার লোকজন দা লাঠি সোটা নিয়ে ঘটনাস্থলে অতর্কিত হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে ও রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। আমরা বাধা দিতে গেলে খুন জখম করিয়া লাশ গুম করার হুমকি দেয়। এ বিষয়ে ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান দুই পক্ষকে ডেকে নিয়ে মীমাংসা করার জন্য বসা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *