ePaper

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর সামরিক পদক্ষেপ গ্রহণ করতে হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক

আইনজীবীরা বলেছেন, মুসলিম দেশগুলো একযোগে ইসরায়েলে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। সামরিক পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলকে গুড়িয়ে দেওয়া ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বাংলাদেশ আইন সমিতি আয়োজিত ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশে আইনজীবী নেতারা এসব কথা বলেন।

আইনজীবী নেতারা বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তিনি সব মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপের  উদ্যোগ গ্রহণ করতে পারেন। কারণ মিছিল মিটিংয়ে ইসরায়েলের কিছু হবে না। ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপই ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান।

সমাবেশে আরও বক্তব্য দেন- বাংলাদেশ আইন সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মনির হোসেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, ডুলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব তৌহিদুল ইসলাম, এ বিএম ওয়ালিউর রহমান খান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক সাইফুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *