ePaper

ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র বহনকারী সৌদি জাহাজ ইটালিতে আটক

আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র বহনকারী সৌদি আরবের বাহরি ইয়ানবু নামের একটি জাহাজ ইটালির জেনোয়া বন্দরে আটক করেছে সেখানকার কর্মীরা। তবে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলছে সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি ‘বাহরি’। আজ বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন-সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, গত সোমবার এক বিবৃতির মাধ্যমে ইসরায়েলের জন্য অস্ত্র বহণ করার বিষয়টি অস্বীকার করে শিপিং কোম্পানি ‘বাহরি’। এর আগে বাহরি ইয়ানবু নামের জাহাজটি গত শুক্রবার ইটালির জেনোয়া বন্দরে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের বাল্টিমোর থেকে আসা এ জাহাজে ইটালির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান লিওনার্দো নির্মিত সামরিক সরঞ্জাম তোলার কথা ছিল। এর মধ্যে আবু ধাবির জন্য তৈরি একটি ওটো মেলারা কামানসহ ট্যাংক বা ভারী অস্ত্রও ছিল বলে জানা গেছে। ইটালির সংবাদমাধ্যমে বলা হয়, বন্দরকর্মীরা জানতে পারেন, জাহাজটিতে ইতোমধ্যেই অস্ত্র ও গোলাবারুদ রয়েছে, যা ইসরায়েলে পৌঁছানোর কথা। এরপর ৪০ জন কর্মী জাহাজে প্রবেশ করে অস্ত্রের উপস্থিতি নিশ্চিত করে। জেনোয়ায় আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল এবং সেখান থেকেই অস্ত্র বোঝাই করা হয়। তবে এ অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি শিপিং কোম্পানি ‘বাহরি’। সোমবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’ তারা জানায়, ফিলিস্তিন প্রসঙ্গে সৌদি আরবের নীতির প্রতি এবং সব আন্তর্জাতিক ও স্থানীয় নীতিমালার প্রতি বাহরি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে বলা হয়, কোম্পানিটি কখনো ইসরায়েলে কোনো পণ্য পাঠায়নি বা এ ধরনের কার্যক্রমে জড়িত হয়নি। তাদের সব কার্যক্রম কঠোর পর্যালোচনা ও নিয়ন্ত্রণের মধ্য দিয়ে সম্পন্ন হয়। বাহরি অভিযোগ করেছে, এ ধরনের খবর তাদের সুনাম ক্ষুণ্ন করছে এবং প্রয়োজনে তারা আইনি ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *