ePaper

ইলিশের দাম কমায় চাঁদপুরের বাজারে স্বস্তির

চাঁদপুর প্রতিনিধি
দীর্ঘ অপেক্ষার পর চাঁদপুরে ইলিশের দাম কিছুটা কমেছে। ছোট থেকে বড় সব সাইজের ইলিশের কেজি প্রতি দাম ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত কমেছে। মৌসুমের শুরু থেকে দাম বেশি থাকায় ক্রেতাদের নাগালের বাইরে ছিল ইলিশ। দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, চলতি মৌসুমে দক্ষিণাঞ্চল থেকে সরবরাহ কম থাকলেও গত কয়েকদিনে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের আমদানি বেড়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ আসছে, ফলে আড়তগুলো জমে উঠেছে ক্রেতা-বিক্রেতার ভিড়ে। বাজার ঘুরে দেখা গেছে, এক কেজির বেশি ওজনের ইলিশ আগে কেজি প্রতি ৩ হাজার টাকা ছিল, যা এখন বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৪০০ টাকায়। মাঝারি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকায়, আর ছোট সাইজের (২০০-২৫০ গ্রাম) ইলিশ পাওয়া যাচ্ছে সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকায়। তবে স্থানীয় পদ্মা-মেঘনার ইলিশ তুলনামূলক কম এসেছে। খুচরা বিক্রেতারা জানান, লোকাল এক কেজি ওজনের ইলিশ ২১৫০ থেকে ২২০০ টাকায় এবং হাতিয়ার ইলিশ ১৯০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে। একেবারে ছোট সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে ৫৫০ থেকে ৬৫০ টাকায়। চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারি জমাদার মানিক বলেন, আগে প্রতিদিন ৩ থেকে ৪ হাজার মণ ইলিশ বিক্রি হলেও এখন তা অনেক কম। তবে সাম্প্রতিক সময়ে আমদানি বেড়েছে, যা অব্যাহত থাকলে ব্যবসায়ীরা কিছুটা লোকসান পুষিয়ে নিতে পারবেন। চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, বর্ষা মৌসুমে ইলিশের প্রাপ্যতা স্বাভাবিকভাবেই বাড়ে। দক্ষিণাঞ্চল থেকে নিয়মিত ইলিশ আসায় দামও কমেছে। আশা করা হচ্ছে, আমদানি বাড়তে থাকলে ক্রেতারা আরও কম দামে ইলিশ কিনতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *